আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের এক বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী..


সুপ্রভাত ডিজিটাল: আন্তর্জাতিক নারী দিবসে মোদী সরকার মহিলাদের জন্য নিয়ে এল এক নতুন উপহার। এবার প্রধানমন্ত্রী ভারতীয় জনওযুধি পরিযোজনা কেন্দ্রগুলিতে এই স্যানিটারি ন্যাপকিন পাওয়া যাবে মাত্র ২.৫০ টাকায়। চারটি প্যাডের প্যাকেটের দাম হবে ১০ টাকা। সারা দেশের ৩,২০০ টি জায়গায় পাওয়া যাবে।



পরিযোজনা আগামী ২৮ মে-র আগে আগে তা পাওয়া যাবে। বাজারে যেখানে চারটি স্যানিটারি প্যাডের প্যাকেটের বর্তমান দাম ৩২ টাকার, সরকার এর এই যোজনার ফলে সাধারণ মহিলার খুব খুশি হবে। বিশেষ করে গ্রামীন এলাকা ও পিছিয়ে পড়া মহিলাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানিয়েছে সরকার। আন্তর্জাতিক নারী দিবসে মোদী সরকারের সব থেকে বড় উপহার এই বলে মনে করছে সাধারণ মানুস।



***********©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।****************






Comments

Popular posts from this blog

today india news

latest india news

ধর্মস্থানে লাউড স্পিকারের ব্যবহার এবার বন্ধ করলো এই রাজ্য..