বড়ো দিনে বড়ো উপহার মোদী সরকারের যা এই দেশে প্রথম,কি আছে এর মধ্যে জেনে নিন..

আজ থেকে মুম্বাইয়ে চালু হচ্ছে এসি মেট্রোর মতো এসি লোকাল ট্রেন। এবার থেকে রোজকার ধাক্কাধাক্কি ও ভিড়ভট্টা রেহাই পাওয়া যাবে। আপাতত চার্চগেট থেকে বরিভালি পর্যন্ত চলবে এই লোকাল ট্রেন।

পশ্চিম রেল সূত্র থেকে জানা গেছে, এই ১২ বগির এসি লোকাল আজ দুপুর ২টো ১০ মিনিটে প্রথম যাত্রা শুরু করবে। পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবীন্দার ভাকর সংবাদ মাধ্যমে জানিয়েছেন, "মুম্বাইবাসীদের বড়দিনের উপহার হিসাবে এই এসি লোকাল চলবে আজ থেকে। তবে লোকাল ট্রেনের সংখ্যা একই থাকবে"এই নতুন লোকাল ৫,৯৬৪ জন যাত্রী বহনে সক্ষম। কিন্তু বসতে পারবেন ১০২৮ জন। এই লোকালেও মেট্রো রেলের কামরার মতোই সয়ংক্রিয় দরজা আছে। এর সর্বোচ্চ গতি ঘন্টায় ১০০ কিলোমিটার। প্রতিদিন ১২টি এই এসি লোকাল চলবে। সাধারণ লোকাল ট্রেনের মতোই এই লোকালে থাকছে মান্থলি টিকিটের ব্যবস্থা। তবে এর দাম সাধারণ লোকালের থেকে একটু বেশি। রেল সূত্রে খবর, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু ও সেকন্দ্রাবাদের মতো শহরেও এই ধরনের এসি লোকাল চালানোর পরিকল্পনা চলছে।

Comments

Popular posts from this blog

মমতার রাজে শিক্ষকদের কি অবস্তা দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নাম জানে না এখুনি দেখুন এই ভিডিও।

আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের এক বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী..

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী