ফের কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত জেলে চললেন লালু প্রসাদ যাদব,তারপর কি দেখুন..



পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। সিবিআই-এর বিশেষ আদালত শনিবার এই রায় দিল। আগামী ৩ জানুয়ারি সাজা ঘোষণা করা হবে। এই মামলায় লালু সহ ১৫ জনকে দোষী সাব্যস্ত করেছে রাঁচির বিশেষ সিবিআই আদালত। সেই সঙ্গে ৭ জনকে বেকসুর খালাসের নির্দেশ দেওয়া হয়েছে। ৩ জানুয়ারি সাজা ঘোষণার আগে পর্যন্ত তাঁকে রাখা হবে রাঁচির জেলে,এর আগে চাইবাসা মামলায় দোষী সাব্যস্ত হন লালুপ্রসাদ। তাতে তাঁকে খোয়াতে হয় সাংসদ পদ। সেইসঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রেও জারি হয় নিষেধাজ্ঞা। শনিবার দেওঘর মামলার রায়দানের দিন ধার্য করা হয়। প্রশ্ন ছিল এদিনই কি দোষীসাব্যস্ত হবেন লালুপ্রসাদ? অবশেষে সেই বহু প্রতীক্ষিত রায় দিল আদালত। এদিকে সিবিআই আদালতের এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাবে আরজেডি।

Comments

Popular posts from this blog

মমতার রাজে শিক্ষকদের কি অবস্তা দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নাম জানে না এখুনি দেখুন এই ভিডিও।

আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের এক বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী..

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী